
জমকালো অনুষ্ঠান ও ফ্যাশন শোয়ের মাধ্যমে পর্দা উঠলো স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রেসআপের ঈদ-আল-ফিতর ২০২৪ কালেকশন। ১৬ই ফেব্রুয়ারী সারাদিনব্যাপী উদযাপিত হয় এই অনুষ্ঠান যেখানে ফুচকা, চা, ইনডোর গেমসসহ ছিলো আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো আসন্ন ঈদ-আল ফিতর এর নতুন কালেকশনের ফ্যাশন শো। ঐতিহ্যবাহী হাতের কাজের কুর্তি, কো-অর্ডস, থ্রি পিছ ও শাড়ীসহ দেশীয় বিভিন্ন ধাঁচের যুগোপোযোগী নারীদের পোশাক নিয়ে দীর্ঘ ৭ বছর ধরে সুনামের সাথে কাজ করছেন এই প্রতিষ্ঠানটি।

সর্বদা ভালো মানের পণ্য সবচেয়ে স্বল্প মূল্যে সরবরাহ করাই প্রতিষ্ঠানের স্বতাধিকারী সেলিনা বাবর এবং আসিফ ইকবালের মূল লক্ষ্য।