
৪র্থ ধাপে দেশব্যাপী সর্বাত্বক অবরোধের ২য় দিনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি, নেত্রকোনা তিন আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বি এন পি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে আজ ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর-তেলিগাতী সড়কে বীরগন্জ বাজার এলাকায় ৮নং বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও কেন্দুয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাস্তা অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এম নাজমুল হাসান বলেন, একাধিক মামলার হুলিয়া মাথায় নিয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে ৪র্থ ধাপে দেশব্যাপী সর্বাত্বক অবরোধ কর্মসূচীর ২য় দিনে আমরা পুলিশের গ্রেফতার হামলাকে উপেক্ষা করে মাঠে নেমেছি। ইনশাল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। এ সময় বিভিন্ন স্তরের নেতা কর্মী তাঁর সাথে একাত্মতা ঘোষণা করেন।