
এ কোন ছবি দেখি?
এখানে মানুষেরা সাপের মগজ চিবিয়ে
চুষে নিয়ে শিখে নিতে চায়
যুদ্ধ নাকি সংগ্রাম?
ভোরের কোমল কুসুম আলোর
গন্ধ ভুলে গিয়ে
তারা ছিনিয়ে আনছে অন্ধকার
ফুরফুর করে ঢুকে পড়ছে কাদা ও আফিম
তাদের ভাতের থালায়
পাচ্ছি শুধু পোড়া গন্ধ চারিদিকে
পুড়ে যাচ্ছে ধানের বীজ সবুজ ফসল
আর বাঘের মত ভ্রুন
খেয়ালই নেই চায়ের পাতা চিড়ে
কখন বেরিয়ে আসছে
চরস কোকেন হেরোইন
যা আমাদেরও নগ্ন করে দেয়
যে শান্ত নদীর কূলে এতদিন জন্মেছে
পূর্ণতার খোঁজে মুক্ত স্বপ্ন
লোভী নিচ ঘৃণার বাসনায় ব্যর্থ নয়
সুখের মত স্বপ্ন মৃত্যুর নয়
এখন দেখি তা যেন
শীতের সাপের মত ঘুমন্ত
একটার পর একটা উৎসব ও আবিষ্কার
ক্রমশ কেড়ে নিচ্ছে শরীরের অগাধ সার
আর আকাশের মত মেলে রাখা জীবন
মানুষ এ কোন দিকে হাটছে?
এভাবেই কি হেটে যাবে ভবিষ্যৎ?
সুন্দর খুব।
ধন্যবাদ। বাংলাপ্রেসের সাথেই থাকুন।