
আজ চাঁদরাত। গতকাল মঙ্গলবার (২৭ জুন) বিকেল থেকেই রাজধানীর মোহাম্মদপুরের বছিলা পশুর হাট থেকে তুলনামূলক কম দামে মাঝারি কিংবা ছোট সাইজের গরু কিনছেন ক্রেতারা । যদিও এই দর গতবারের তুলনায় কিছুটা বেশি। তবে
গতকালের চেয়ে আজ ১০-১৫ হাজার টাকা কমেই মিলছে ছোট গরু। একদিন আগেও বসিলা হাটে ছোট সাইজের গরুর দামই ৮০-৯০ হাজার টাকা হাঁকছিলেন ব্যাপারীরা। তবে ঈদ ঘনিয়ে আসায় গতকাল বিকেল থেকে দামে কিছুটা ভাটা পড়েছে।
ফলে ক্রেতারাও বাজেট অনুযায়ী কিনছেন গরু। কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায় , গত পরশু সোমবার বাজার চড়া ছিল। কিন্তু মঙ্গলবার থেকে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে কোরবানির পশু। বিক্রেতাদের দাবি, ঈদ ঘনিয়ে আসায়
কেউ কোনো ঝুঁকি নিতে চান না। যাওয়া আসা হাটে থাকার খরচ সামলে বিক্রেতারা সব গরু বিক্রি করেই বাড়ি ফিরতে চান। ক্রেতা যা দাম বলছে, তার উপর অল্প লাভ পেলেই ছেড়ে দিচ্ছেন গরু। ফলে ঢাকার বসিলা হাট সহ রাজধানীর বিভিন্ন হাটে
পড়তে শুরু করেছে পশুর দাম।