তৃতীয় বিয়ের গুঞ্জন!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১৬৭৮ বার পড়া হয়েছে

বলিউডপাড়া গত কয়েক বছর ধরেই সরগরম আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে। অনেকেরই ধারণা ফতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির। কেউ বলে পুরোটাই ভুয়া এবং নিছক গুজব। তবে আমিরের মতো আজকাল চর্চায় থাকেন তাঁর মেয়ে ইরা খানও।  তারকা কন্যা হওয়ার প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন ইরা। জানান, ‘বাবা অনেক ভালো কাজ করেছেন। তাই মানুষ আমাকেও অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আমি যদি সামান্যতম ভুলও করে ফেলি তবে তা প্রথমে আমার মুখে ভার করে দেয়। তারপর আমার বাবার।’ আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা খান। সম্প্রতি দুই বছর প্রেমের পর গত বছর ইরা সেরে ফেলেন বাগদান।

বছর দুয়েক আগেই কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে আমির খানের। লাল সিং চাড্ডা মুক্তির আগেই দুজনে সংসার ভাঙার ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকেই একাধিকবার পারফেকশনিস্ট আমিরের বিয়ের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে আমির লাল সিং চাড্ডা ফ্লপ করার পর কাজ থেকে বিরতি নিয়েছেন। ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়।

তবে রাজকুমার হিরানির ছবি দিয়ে আমির পর্দায় ফিরবেন বলে শোনা যাচ্ছে।

 

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃতীয় বিয়ের গুঞ্জন!

আপডেট সময় : ০৬:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

বলিউডপাড়া গত কয়েক বছর ধরেই সরগরম আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে। অনেকেরই ধারণা ফতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির। কেউ বলে পুরোটাই ভুয়া এবং নিছক গুজব। তবে আমিরের মতো আজকাল চর্চায় থাকেন তাঁর মেয়ে ইরা খানও।  তারকা কন্যা হওয়ার প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন ইরা। জানান, ‘বাবা অনেক ভালো কাজ করেছেন। তাই মানুষ আমাকেও অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আমি যদি সামান্যতম ভুলও করে ফেলি তবে তা প্রথমে আমার মুখে ভার করে দেয়। তারপর আমার বাবার।’ আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা খান। সম্প্রতি দুই বছর প্রেমের পর গত বছর ইরা সেরে ফেলেন বাগদান।

বছর দুয়েক আগেই কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে আমির খানের। লাল সিং চাড্ডা মুক্তির আগেই দুজনে সংসার ভাঙার ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকেই একাধিকবার পারফেকশনিস্ট আমিরের বিয়ের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে আমির লাল সিং চাড্ডা ফ্লপ করার পর কাজ থেকে বিরতি নিয়েছেন। ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়।

তবে রাজকুমার হিরানির ছবি দিয়ে আমির পর্দায় ফিরবেন বলে শোনা যাচ্ছে।