
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন হঠাৎ করে সব সচিবদের সঙ্গে বৈঠক ডেকেছেন।
আজ সোমবার ২৪ জুলাই সকাল ১০টায় সচিবালয়ে সচিব সভার বৈঠক শুরু হবে বলে জানা গেছে। একাধিক সচিব গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে গতকাল রোববার বিকেলে তাঁদের সচিব কমিটির সভার কথা জানানো হয়। কী নিয়ে আলোচনা হবে, তা বলা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে সচিব সভা হবে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিব সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। এছাড়াও সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্য পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী মঙ্গলবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। গতকাল বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ সচিব সভা কমিটির বৈঠক আনা হয়। আজকের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। যার মধ্যে সবচেয়ে বড় প্রস্তাব হচ্ছে সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারিকরণের আগে কর্মরত শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩ হাজার ২৭৬টি পদ তৈরি।