মহাসড়কে সকাল থেকে পুলিশের তল্লাশি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৬৭৮ বার পড়া হয়েছে

আজ রাজধানী ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এবং বিরোধী দল বিএনপি মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু করছে পুলিশ।

শুক্রবার ২৮ জুলাই সকালেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়া বাসে থাকা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা যায়।

মহাসড়কের মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে এমন দৃশ্য পরিলক্ষিত হয়। চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসানো আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ আছে। এ জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতা না হয়, এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।

ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, রাজধানীর অন্যতম প্রবেশমুখ সড়ক এটি। তাই কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে সকাল থেকে পুলিশের তল্লাশি

আপডেট সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

আজ রাজধানী ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এবং বিরোধী দল বিএনপি মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু করছে পুলিশ।

শুক্রবার ২৮ জুলাই সকালেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়া বাসে থাকা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা যায়।

মহাসড়কের মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে এমন দৃশ্য পরিলক্ষিত হয়। চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসানো আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ আছে। এ জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতা না হয়, এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।

ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, রাজধানীর অন্যতম প্রবেশমুখ সড়ক এটি। তাই কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।