
কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করলেন ‘মারুফা এক্সপ্রেস’ খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের গতি তারকা মারুফা আক্তার। আজ বেলা ১১টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যাতে জিপিএ-৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মারুফা।
নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মেয়ে মারুফা একসময় বাবার সঙ্গে জমি চাষ করতেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া সেই মারুফা এখন মহাগুরুত্বপূর্ণ বোলার। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন।
বাংলাদেশ-ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচেও দুই উইকেট নিয়েছেন এই তরুণী। ওই সিরিজের তৃতীয় ওয়ানডের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ম্যাচ টাই করেছিলেন।
তার গতি ও সুইং ক্রিকেটবোদ্ধাদের নজর কেড়েছে। খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া মারুফা তাই এই ফলাফলে খুশি।