ঢাকার প্রবেশপথে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৭৩২ বার পড়া হয়েছে

আজ শনিবার ২৯ জুলাই থেকে বিএনপি রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আজ সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে এবং কঠোর অবস্থানে রয়েছে। প্রিজন ভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও রয়েছে তাদের।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ডিএমপি এর কাছ থেকে অবস্থান কর্মসূচির অনুমতি পায় নি। তাই তারা অবস্থান কর্মসূচি পালন থেকে সরে দাঁড়িয়েছে। তবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।

এদিকে আবার, শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে বিএনপির। তারা কর্মসূচি বাতিল করবে কিনা সে বিষয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর এখনও কিছু জানায়নি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার প্রবেশপথে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৩:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

আজ শনিবার ২৯ জুলাই থেকে বিএনপি রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আজ সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে এবং কঠোর অবস্থানে রয়েছে। প্রিজন ভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও রয়েছে তাদের।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ডিএমপি এর কাছ থেকে অবস্থান কর্মসূচির অনুমতি পায় নি। তাই তারা অবস্থান কর্মসূচি পালন থেকে সরে দাঁড়িয়েছে। তবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।

এদিকে আবার, শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে বিএনপির। তারা কর্মসূচি বাতিল করবে কিনা সে বিষয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর এখনও কিছু জানায়নি।