
শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে গত ১১ জুলাই থেকে শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছেন। এবার আন্দোলনরত শিক্ষকরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।
আগামীকাল ১ আগস্ট থেকে তারা এই কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতর অবস্থানরত শিক্ষকরা আমরণ অনশনের ঘোষনা দিয়েছেন। ইতোমধ্যে তাদের জাতীয়করণের দাবিতে আন্দোলনের ২০ তম দিন পূর্ন হয়েছে। আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আহমেদ আমরণ অনশনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণ এবং ধনি-দরিদ্র নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে ইতোমধ্যে দুদফা পুলিশি কঠোরতার মুখে পড়েছেন শিক্ষকরা। বিশেষ করে আন্দোলনের সপ্তম দিনে পুলিশ মৃদ্যু লাঠিচার্জ করে। ওইদিন শতাধিক আহত হন। এতে আহত একজন মারা গেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী স্বঘোষিত ও সদ্য গজিয়ে ওঠা কিছু সংগঠনের শিক্ষক নেতাসহ একটি বৈঠক করেছেন। তাদের বেশিরভাগ সরকারি আশীর্বাদপুষ্ট। বৈঠকে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের নিয়ে বাজে মন্তব্য করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করেছেন তারা। এছাড়া শিক্ষামন্ত্রীও বৈঠকের আগে ও পরে শিক্ষকদের কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যে মর্মাহত হয়েছেন শিক্ষকরা।
দিন দিন এই আন্দোলনে শিক্ষকদের অংশগ্রহন বাড়ছে। তারা আজ (৩১ জুলাই) পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পেলে আগামীকাল (১ আগস্ট) আমরণ অনশনে যাবেন।