
আজ মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সাড়া না পাওয়ায় তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার আন্দোলনের ২১তম দিনে তাঁরা এমনটাই ঘোষণা দেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সব ধরনের বৈষম্যের নিরসন চেয়েছেন তাঁরা।
তারা হুশিয়ারি করেছেন, আজকের (গতকাল) মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে মঙ্গলবার থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনে যাব।