
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ২১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালনের পর মঙ্গলবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশন শুরু করেছিলেন মাধ্যমিকের শিক্ষকরা। তবে মঙ্গলবার রাতে সংশ্লিষ্টদের আশ্বাসে অনশন স্থগিত করেছেন তারা। বুধবার থেকে তারা শ্রেণিকক্ষে ফিরছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষকদের এ অনশন কর্মসূচি শুরু হয়। শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ পরে অনশন করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষা উপমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি পূরণের সেই ‘আশ্বাস’ পাওয়ায় ক্লাসের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।