
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন আইনজীবীরা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বাহিনীর সদস্য। নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গণের। এজলাসে কাউকেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আজ বুধবার (২ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ২৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায়ের এ দিন ধার্য করেন।