
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১রাউন্ড গুলি সহ ১জন রোহিঙ্গা Rohingya কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।

আটককৃত মো: রহিমউল্লাহ (৩০) উখিয়া পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১৩, সাব-ব্লক-ই/৪ এর বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত রাত ০১:৪৫ মিনিটের সময় থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটেছে।
৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ এন্ড মিডিয়া) মো: ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রোহিঙ্গা আসামীকে গ্রেফতার করে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।