
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। তিনি সাংবাদিকদের জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করবেন তিনি। হিরো আলম বলেন, ‘সংবিধানে লেখা আছে পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে? বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাকে অপমান করে কথা বলেছে। আমি তো তাদের দলেও না, বিএনপিকে নিয়ে কখনো কথাও বলিনি।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, মির্জা ফখরুল ইসলাস স্যার প্রায়ই বলেন, ‘হিরো আলমের মতো লোকও নির্বাচন করে, তাকেও আওয়ামী লীগ পিটাইছে।’ তার এই কথার মানে হলো হিরো চুনোপুঁটি, তাকে নিয়ে তুচ্ছ করে করে কথা বলা যায়। এমনকি অনেক আওয়ামী লীগ নেতা, জাতীয় পার্টির নেতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হিরো আলমকে নিয়ে হেয় করে কথা বলে। নোংরামি করে, অপমান করে কথা বলছে। কেন আপনারা আমাকে অপমান করে কথা বলবেন, এই বলার অধিকার তো আপনাদের নেই। ভালো না লগলে আমার থেকে দশ হাত দূরে চলে যান।