
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন ছিলো বহুদিন ধরেই। তাদের বেশ কয়েকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। এবার অভিনেত্রী নিজেই নিজের গোপন বিয়ের কথা জানালেন।
সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হন রাশমিকা। সেখানেই তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে রাশমিকা জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন। এই নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সেই নাকি রয়েছে রাশমিকার হৃদয়জুড়ে। জনপ্রিয় এই জাপানি মঙ্গা সিরিজ়টি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
ভারতীয় সংবাদমাধ্যম তেলেগু স্টপের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্নাটকি সিনেমার অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ছিল রাশমিকার। ‘কিরিক পার্টি’ ছবির সেটে দুজনের পরিচয়, সেখান থেকে প্রেম। বেশ কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকা ও রক্ষিতের। দুজন বিয়েও করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বছরখানেক পর কেন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল, সে কারণ আর জানা যায়নি। তবে বিজয় দেবারাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম এখনো গুঞ্জন পর্যায়ে। একত্রে জিমে যাওয়া, চুপি চুপি শহরের বাইরে বেড়ানোসহ বিজয়-রাশমিকার সব কর্মকাণ্ডই মানুষ জানে। এসব নিয়ে অবশ্য দুই তারকাই কিছু বলেননি।