ফরিদপুরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৭, মৃত্যু ১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে একদিনে আক্রান্ত হয়ে আরও ১৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । এছাড়াও ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (০৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। ময়না বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয় রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৭, মৃত্যু ১

আপডেট সময় : ০৩:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে একদিনে আক্রান্ত হয়ে আরও ১৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । এছাড়াও ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (০৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। ময়না বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয় রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।