
জনপ্রিয় সিনেমা “বার্বি” কে নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত। জনগণের নৈতিকতা ও দেশীয় সংস্কৃতি রক্ষা করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। এখন কুয়েতের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননও একই ইচ্ছা পোষণ করছে বলে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে জানানো হয়েছে, বার্বি সিনেমাটিতে যে বার্তা দেয়া হয়েছে তা নিয়ে বিশ্বজুড়েই চরম বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটিতে পুরুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুক্তির পর থেকেই দেশে দেশে এ নিয়ে সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটেই কুয়েতের তথ্য মন্ত্রণালয় বার্বি নিষিদ্ধের ঘোষণা দিলো। ওই ঘোষণায় বলা হয়, এই সিনেমা কুয়েতি সমাজ এবং জনশৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক ধারণা এবং বিশ্বাস প্রচার করে। তবে শুধু বার্বিই একমাত্র সিনেমা নয় যেটি কুয়েত নিষিদ্ধ করেছে। সম্প্রতি দেশটি অস্ট্রেলীয় সিনেমা ‘টক টু মি’ও একই কারণ দেখিয়ে নিষিদ্ধ করেছে। এখন লেবাননও জানিয়েছে, তারাও বার্বির মতো সিনেমাগুলো নিষিদ্ধ করতে চায়।