বাবা মোবাইল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১৭১৩ বার পড়া হয়েছে

ছবি- অনলাইন।

বাবা মোবাইল কিনে না দেওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে মাইনুল হাসান (১৮) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার ১১ আগস্ট বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইনুল হাসান ওই গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মাইনুল হাসান বাড়ীতে এসে তার বাবার কাছে একটি মোবাইল কেনার বায়না ধরে, তার বাবা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। একপর্যায়ে মাইনুল বাড়ীর গরু বিক্রি করে মোবাইল কিনতে চায়। সেই সময় তার বাবা আফজাল হোসেন বলেন, এই মাসে নয় আগামী মাসে মোবাইল নিয়ে দিবেন।

পরে মাইনুল বাড়ী থেকে বের হয়ে যান। তার বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানতে পারেন বাড়ীর পাশে পাট ক্ষেতে মাইনুল বিষ পান করে ছটপট করছেন। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা মোবাইল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

আপডেট সময় : ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

বাবা মোবাইল কিনে না দেওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে মাইনুল হাসান (১৮) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার ১১ আগস্ট বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইনুল হাসান ওই গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মাইনুল হাসান বাড়ীতে এসে তার বাবার কাছে একটি মোবাইল কেনার বায়না ধরে, তার বাবা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। একপর্যায়ে মাইনুল বাড়ীর গরু বিক্রি করে মোবাইল কিনতে চায়। সেই সময় তার বাবা আফজাল হোসেন বলেন, এই মাসে নয় আগামী মাসে মোবাইল নিয়ে দিবেন।

পরে মাইনুল বাড়ী থেকে বের হয়ে যান। তার বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানতে পারেন বাড়ীর পাশে পাট ক্ষেতে মাইনুল বিষ পান করে ছটপট করছেন। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।