
আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’।
কিন্তু মুক্তির আগেই ফাঁস হয়ে গেল এর ক্লিপিং। টুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘জাওয়ান’র ফাঁস হওয়া ক্লিপিং। রেড চিলিজ এন্টারটেনমেন্টের দাবি, ছবির ক্লিপিং চুরি করে অনলাইনে ফাঁস করা হয়েছে। এজন্য থানায় এফআইআর দায়ের করেছে প্রযোজনা সংস্থাটি। শুধু তাই-ই নয়, প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টের কাছে অভিযোগ জানানো হলে আদালত নির্দেশ দেয় যাতে ছবির ক্লিপিং দ্রুত সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়। আদালতে নির্দেশ মেনে নিজেদের প্রোফাইল থেকে ক্লিপিং সরিয়েও দিয়েছে সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্টগুলি।
এ দিকে, আগামী মাসেই প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। ‘জওয়ান’ ছবির মুক্তির আগেও ‘পাঠান’ এর মত একই সূত্র অবলম্বন করছেন বলিউড কিং শাহরুখ। জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির আগে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। সমাজমাধ্যমের পাতায় স্রেফ ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমেই ছবির প্রচার সেরেছিলেন তিনি। তাতেই ছক্কা হাঁকিয়েছিল ছবি।
খবর, ‘জওয়ান’-এর ক্ষেত্রে একই পরিকল্পনা করেছে নির্মাতারা। যে কোনও প্রচারমূলক অনুষ্ঠানের থেকে শাহরুখের ‘আস্ক এসআরকে’-র আবেদন যে কয়েক গুণ বেশি, তা উপলব্ধি করে ফেলেছেন নির্মাতারা। তাই বিপণন কৌশলের পিছনে অযথা খরচ না করে বরং দর্শকের মধ্যে উত্তেজনা বাড়াতে কিছু নতুন ধরনের অনুষ্ঠান করার কথা ভাবছেন অ্যাটলি-সহ ‘টিম জওয়ান’।