
বিশ্ব এআই মার্কেটের পরিসর দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এআই-এর মার্কেট ভ্যালু ১০০ বিলিয়ন ইউএস ডলার। আর ধারণা করা হচ্ছে যে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটি ট্রিলিয়ন ডলারে চলে যাবে। যা থেকে বুঝায় যাচ্ছে যে, এআই মার্কেটের প্রসার কি পরিমাণ বাড়তে চলেছে।
আর এই জন্যই আজকে আমরা জানব যে, কোন এআইগুলো বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয়। সব এআই এর কথা তুলে ধরা সম্ভব না, কারণ বর্তমানে অনেক এআই আছে। যার ফলে সব থেকে জনপ্রিয় পাঁচটি এআই নিয়ে আজকে আমরা কথা বলবো।
১. GPT-3
২০২৩ সালে এসে বিশ্বের বেশি সংখ্যাক মানুষ এআইয়ের সাথে পরিচিত হওয়ার একটি মূল কারণ হচ্ছে এই ChatGPT।
OpenAI দ্বারা নির্মিত এই এআইটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, বহুল ব্যবহৃত একটি এআই। আর GPT-3 হচ্ছে ChatGPT এর একটি ভার্সন। এই মুহূর্তে GPT-3 এর ১০০ মিলিয়ন সয়ন্ত্রিয় ব্যবহারকারী রয়েছে এবং প্রতিদিন ১০ মিলিয়ন মানুষ এই এআই ব্যবহার করে থাকে। তাই বোঝাই যাচ্ছে যে এই এআই কি পরিমাণ জনপ্রিয়।
২. Midjourney
জনপ্রিয়তার দিক দিয়ে আরেকটি এআই হচ্ছে এই Midjourney। এই এআই দিয়ে মূলত Image জেনারেট করা যায়। সাধারণ একটি Discord সার্ভারের মাধ্যমে এই এআইয়ের সুবিধা পাওয়া যাই। Midjourney কে একটি Image কেমন হবে তার বিস্তারিত বিবরণ বলে দিলে এটি তেমন একটি Image জেনারেট করে দিয়ে দিবে। এখানে শুধু আপনার কল্পনাকে বিবরণ করার ক্ষমতা থাকতে হবে এবং এর মাধ্যমেই Midjourney অসাধারণ অসাধারণ কিছু Image আপনাকে জেনারেট করে দিবে।
অবশ্য এখন Midjourney ব্যবহার করার জন্য আপনাকে টাকা গুণতে হবে। কিছু দিন আগেও এর একটি ট্রায়াল ভার্সন ব্যবহার করা যেত, কিন্তু বর্তমানে তা আর করা যায় না।
৩. Sophia
Sophia রোবটকে চিনে না এমন মানুষ অনেক কমই আছে বর্তমান বিশ্বে। আর বাংলাদেশে এই রোবট এসে একটি বড় রকম আলোড়ন তুলেছিল এবং এরপর বলতে গেলে বাংলাদেশের সব মানুষই এই এআই সমৃদ্ধ রোবট Sophia কে চিনে ফেলেছিল।
২০১৬ সালে তৈরিকৃত এই রোবট বর্তমান সময়ে এসেও বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান রোবটগুলোর মধ্যে একটি। হংকং এর একটি কোম্পানি ‘হ্যান্সন রোবোটিক্স’ এই বুদ্ধিমান রোবট Sophia কে আবিষ্কার করে। ৬ ডিসেম্বর ২০১৭ সালে Sophia বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করে যাই। Sophia একটি অসাধারণ দিক হচ্ছে যে এর এআই এক্সপ্রেশন শেয়ার করতেও সক্ষম যা রোবটের মধ্যে একটি যুগান্তকারী সাফল্য।
৪. Bard
তথ্য প্রযুক্তির জগৎ-এ যুগান্তকারি একটি সময় যাবে আর তাতে গুগলের ছোয়া থাকবে না এমনটা হতেই পারে না। তাই ChatGPT কে টক্কর দিতে গুগল ডেভেলাপ করেছে তাদের এআই Bard।
Bard ২১ মার্চ ২০২৩ এ প্রথম রিলিজ হয়। আর রিলিজের প্রথম দিকে এর ব্যবহার সংখ্যা সন্তুষ্টি জনক হলেও, বেশি সংখ্যাক মানুষ ChatGPT ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করাই Bard থেকে আবার ChatGPT ফিরে গেছে। Bard মাসিক স্বয়ংক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ মিলিয়ন যেখানে ChatGPT এর দৈনিক স্বয়ংক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ মিলিয়ন, যা মাসিক হিসেবে হয় ৩০০ মিলিয়ন। এর মাধ্যমেই এই দুই এআই এর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে।
৫. Tesla Autopilot
Tesla Autopilot সম্পর্কে না বললে জনপ্রিয় এআই-এর তালিকাটি অসম্পূর্ণ হয়ে থাকবে। ইলেকট্রিক গাড়ির জনক হচ্ছে এই Tesla যার গাড়ি স্বয়ংক্রিয় ভাবে চলার জন্য অনেক বিখ্যাত। আর এই গাড়িকে স্বয়ংক্রিয় করার জন্য কাজ করে একটি এআই যার নাম হচ্ছে Tesla Autopilot।
এআই মানেই হচ্ছে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি ফলাফল দেওয়া। আর Tesla গাড়ির এই এআই সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করে ১২ এর বেশি আল্ট্রসোনিক সেন্সর, ৮ টি ক্যামেরা, ৩৬০ ডিগ্রি দৃশ্যমানতা এবং আরও অনেক কিছু। Tesla Autopilot এর মূল কাজ হচ্ছে নিরাপদে একটি গাড়ি স্বয়ংক্রিয় ভাবে কন্ট্রোল করা এবং বাহকের সুরক্ষা নিশ্চিত করে এবং এই কাজে Tesla Autopilot অনেক পারদর্শী এবং দিন দিন এটি আরও ডেভেলাপ হচ্ছে।
এই ছিল সবচেয়ে জনপ্রিয় পাঁচটি এআই। বর্তমান বিশ্বে এআই-এর সংখ্যা দিন দিন বিপুল হারে বাড়ছে। আর আস্তে আস্তে এটি আরও বাড়বে। আর এআই-এর মূল কাজই হচ্ছে মানুষের জীবন যাত্রাকে আরও সহজ করা। এর জন্য উপরে আলোচিত এআই পাঁচটি কাজ করছে এবং এর সাথে আরও হাজার হাজার এআই কাজ করছে। তবে উপরোক্ত পাঁচটি এআই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়।