‘গেম অব থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ১৬৮৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যারেন্ট কেন্ট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ ছাড়াও ‘ডাঞ্জিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস’, ‘ইস্ট এন্ডারর্স’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

সিএনএন ও ভ্যারাইটি সূত্র বলছে, শুক্রবার শেষনিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তবে মৃত্যুর তিন দিন পর গতকাল মঙ্গলবার টুইট করে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ট্যালেন্ট এজেন্সি কেরি ডড অ্যাসোসিয়েটস।

এজেন্সির টুইটারে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট ড্যারেন কেন্ট শুক্রবার শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন। তাঁর মা–বাবা এবং সবচেয়ে ভালো বন্ধু তাঁর পাশে ছিলেন। এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের সঙ্গে আছি।’

মাত্র ৩৬ বছর বয়সে প্রতিভাবান এ অভিনেতার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। লেখক-পরিচালক জেন গুল লিখেছেন, ‘তোমার বন্ধু হওয়া এবং বছরের পর বছর ধরে এতগুলো প্রকল্পে একসঙ্গে কাজ করা সৌভাগ্যের বিষয়। তোমাকে ছাড়া জীবনটা কষ্টের হয়ে গেল। তোমার অভাব অনেক বেশি করে অনুভব করব। ভালো থেক, প্রিয়তম ড্যারেন কেন্ট।’
লেখক বেন ট্রেবিলকুক ড্যারেনের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের প্রতিভাবান বন্ধু ড্যারেন কেন্টের পরিবারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। ড্যারেন একজন এসেক্স লেখক, অভিনেতা ও পরিচালক। একজন সত্যিকারের মানুষ, যে সব সময় প্রেরণা জোগায়।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গেম অব থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট মারা গেছেন

আপডেট সময় : ১২:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যারেন্ট কেন্ট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ ছাড়াও ‘ডাঞ্জিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস’, ‘ইস্ট এন্ডারর্স’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

সিএনএন ও ভ্যারাইটি সূত্র বলছে, শুক্রবার শেষনিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তবে মৃত্যুর তিন দিন পর গতকাল মঙ্গলবার টুইট করে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ট্যালেন্ট এজেন্সি কেরি ডড অ্যাসোসিয়েটস।

এজেন্সির টুইটারে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট ড্যারেন কেন্ট শুক্রবার শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন। তাঁর মা–বাবা এবং সবচেয়ে ভালো বন্ধু তাঁর পাশে ছিলেন। এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের সঙ্গে আছি।’

মাত্র ৩৬ বছর বয়সে প্রতিভাবান এ অভিনেতার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। লেখক-পরিচালক জেন গুল লিখেছেন, ‘তোমার বন্ধু হওয়া এবং বছরের পর বছর ধরে এতগুলো প্রকল্পে একসঙ্গে কাজ করা সৌভাগ্যের বিষয়। তোমাকে ছাড়া জীবনটা কষ্টের হয়ে গেল। তোমার অভাব অনেক বেশি করে অনুভব করব। ভালো থেক, প্রিয়তম ড্যারেন কেন্ট।’
লেখক বেন ট্রেবিলকুক ড্যারেনের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের প্রতিভাবান বন্ধু ড্যারেন কেন্টের পরিবারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। ড্যারেন একজন এসেক্স লেখক, অভিনেতা ও পরিচালক। একজন সত্যিকারের মানুষ, যে সব সময় প্রেরণা জোগায়।’