
নতুন সিনেমা ‘দশম অবতার’-এর শুটিং শুরু করেছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। এ সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। কিন্তু মাঝপথেই এ সিনেমার শুটিংয়ের ইতি টানলেন পরিচালক। কারণ, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
টালিউড ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, উচ্চ তাপমাত্রার জ্বরে বেজায় অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত। এ কারণে আজ বৃহস্পতিবার আউটডোরের শুটিংয়ে যেতে পারেননি পরিচালক।
গুরুতর অসুস্থ হওয়ায় সৃজিত চিকিৎসকের দ্বারস্থ হলে কর্তব্যরত চিকিৎসক শুটিং শিডিউল বাতিল করার পরামর্শ দেন পরিচালককে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন সৃজিত। পুরোপুরি সুস্থ হওয়ার পরই আউটডোরের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। উল্লেখ্য, গত জুন মাসেও টানা কাজের চাপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখার্জি।