
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন (১৮) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী দশম শ্রেণীতে পড়তো।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বন্ধু মো. দ্বীপ জানান, সন্ধ্যায় লিমনসহ তারা ৫ বন্ধু মিলে ৯ নম্বর সড়কে ঘুরতে যায়। এ সময় তাদের মধ্যে আদনান নামে একজন একটি ভ্যানে থাকা আনারস খেতে যায়। তখন সেখানে আগে থেকেই থাকা তাদেরই আরেক বন্ধু ওবায়দুল (১৮) আদনানের কাছে আনারস খাওয়ার কারণ জানতে চায়। একপর্যায়ে লিমন ওবায়দুলকে বলে, ‘তুই তো চুরি করিস। তোর সাথে চললে আমারে চোর বলবে।’ এই কথার পর তাদের মধ্যে হাতাহাতি হয়। দ্বীপ আরও জানায়, তখন ওবায়দুল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মমিনুল ও শাহজালাল নামে দুজনকে নিয়ে ফিরে আসে। তারা এসেই লিমনের বুকে ছুরিকাঘাত করে। ঠেকানোর সময় আদনান আহত হয়। পরে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় লিমনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।