মধ্যরাতে কার্যালয়ে আব্বাস-গয়েশ্বর, জানা গেলো কারণ

বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে অবস্থান করতে দেখা যায়। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে তারা কার্যালয়ে ছুটে আসেন।
গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখা যায়। মির্জা আব্বাস বলেন, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।’

কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে। সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, সন্ধ্যায় কার্যালয়ে বেশকিছু নেতাকর্মী আটকে ছিলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে কার্যালয়ে আব্বাস-গয়েশ্বর, জানা গেলো কারণ

আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে অবস্থান করতে দেখা যায়। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে তারা কার্যালয়ে ছুটে আসেন।
গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখা যায়। মির্জা আব্বাস বলেন, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।’

কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে। সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, সন্ধ্যায় কার্যালয়ে বেশকিছু নেতাকর্মী আটকে ছিলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।