
কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সাইফ উদ্দিন।
আজ সোমবার ২১ আগস্ট সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে নমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়। নিহত যুবক কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা আপাতত বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে আছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।