
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ বছর যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্মানজনক বৃত্তি ‘শেভেনিং স্কলারশিপ’ প্রাপ্তদের স্বাগত জানিয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) সারাহ কুক নিজ বাসভবনে আসন্ন শিক্ষাবর্ষের জন্য শেভেনিং স্কলারশিপ প্রাপ্তদের স্বাগত জানান। এর মধ্যে ১১ জন নারীসহ বাংলাদেশের ২১ জন অসাধারণ নতুন স্কলার রয়েছেন।
শিগগিরই তারা যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ কয়েকটিবিশ্ববিদ্যালয়ে এক বছরের মাস্টার্স ডিগ্রি শুরু করতে বাংলাদেশ ত্যাগ করবেন।