
সাজেকের শিজকছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, অপহৃত শিক্ষার্থীর নাম দীপিকা চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আমরা জানতে পরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী শিক্ষা সফরে সাজেক এসেছিলেন। সফর শেষে ফেরার পথে সাজেকের শিজকছড়ি এলাকায় একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতি রোধ করে দিপীকা চাকমাকে নিয়ে নিয়ে গেছে। তাকে উদ্ধারে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করেছে বলে জানান তিনি।