মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

  • তানজিয়া আজমী
  • আপডেট সময় : ১১:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭১১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল বুধবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার পর ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। এছাড়াও ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল। আজ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘রাত তিনটা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।’ কৃষি মার্কেটে মোহাম্মদ মকবুল হোসেনের চালের দুটি দোকান ছিল। আগুনে তাঁর দুটি দোকানই পুড়ে গেছে। তিনি জানান, তাঁর দুটি দোকানে ২৫ লাখ টাকার চাল ছিল। বেশির ভাগ চাল পুড়ে কয়লা হয়েছে। বাকি চাল অর্ধপোড়া। এ চাল কোনো কাজে লাগবে না।দোকানে প্রায় ৫০ হাজার নগদ টাকা ছিল। তা–ও পুড়ে গেছে। সব মিলিয়ে এখন তিনি দিশেহারা। এদিকে মা বস্ত্রালয় নামের দোকানের সব শাড়ি-থ্রিপিসও পুড়ে ছাই হয়ে যেতে দেখা গেছে। সোহেল রানা নামের এক ব্যক্তির পাঁচটি দোকান ছিল। তাঁর সব কটি দোকানই পুড়ে গেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট সময় : ১১:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল বুধবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার পর ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। এছাড়াও ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল। আজ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘রাত তিনটা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।’ কৃষি মার্কেটে মোহাম্মদ মকবুল হোসেনের চালের দুটি দোকান ছিল। আগুনে তাঁর দুটি দোকানই পুড়ে গেছে। তিনি জানান, তাঁর দুটি দোকানে ২৫ লাখ টাকার চাল ছিল। বেশির ভাগ চাল পুড়ে কয়লা হয়েছে। বাকি চাল অর্ধপোড়া। এ চাল কোনো কাজে লাগবে না।দোকানে প্রায় ৫০ হাজার নগদ টাকা ছিল। তা–ও পুড়ে গেছে। সব মিলিয়ে এখন তিনি দিশেহারা। এদিকে মা বস্ত্রালয় নামের দোকানের সব শাড়ি-থ্রিপিসও পুড়ে ছাই হয়ে যেতে দেখা গেছে। সোহেল রানা নামের এক ব্যক্তির পাঁচটি দোকান ছিল। তাঁর সব কটি দোকানই পুড়ে গেছে।