
কক্সবাজারের উখিয়া উপজেলায় যানবাহনে তল্লাশি চালিয়ে ২৯ রোহিঙ্গা আটক করা হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বর উখিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে বসবাসরত বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রতিদিন কাঁটাতারের বেড়া পার হয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাড়িযোগে সড়কপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল। এমন খবর পেয়ে উখিয়া থানার পুলিশ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২৯ জন রোহিঙ্গাকে আটক করে। তিনি আরও জানিয়েছেন, আটককৃত রোহিঙ্গারা হোটেলে চাকরি ও বিভিন্ন বাড়িতে মজুরি কাজ করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন। আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।