
চলতি প্রজন্মের ব্যস্ত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। এরইমধ্যে বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। বর্তমানে স্টেজ শো নিয়ে চলছে তার ব্যস্ততা। এবার নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘প্রেমে পাগল’। আপাতত গানের প্রেমেই পাগল তিনি।
বেশ রোমান্টিক ও ভিন্ন প্যাটার্নের এই গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। রাজ বিশ্বাস শংকরের ভিডিও পরিচালনায় এতে মডেল হিসেবে রয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল। কর্ণিয়ার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ দ্রুতই মুক্তি পাবে গানটি।
এ বিষয়ে কর্ণিয়া বলেন, চেষ্টা করে যাচ্ছি স্টেজ ব্যস্ততার পাশাপাশি নতুন নতুন গান আমার শ্রোতা-দর্শকদের উপহার দেয়ার। তারই ধারাবাহিকতায় ‘প্রেমে পাগল’ গানটি করা।