
নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক কৃষককে শিকলবন্দি করে নির্যাতন করেছে এক সুদ ব্যবসায়ী। নির্যাতনের শিকার কৃষক মো. আসাদ আলীকে (৫৫)। এই ঘটনায় সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে গুরুদাসপুরের বাহদুর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সুদের টাকার জন্য সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে শিকলবন্দি করে রাখা হয়। এই বিষয়টি জানার পর পরই শনিবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সুদ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু এর আগেই পালিয়ে যায় সুদ ব্যবসায়ী এবং পুলিশ পৌঁছানোর আগে ভুক্তভোগী কৃষককে ছেড়ে দেয়া হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আজ রোববার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’