চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিরিয়াল দেওয়ার নামে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর মালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৩৭) মোকাম ইউনিয়নের ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় চাঁদা তোলা বন্ধ ও হত্যার বিচার দাবিতে নিমসার-কংশনগর বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নিহতের বড় ভাই সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম বলেন ,নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকা চায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন। প্রতিদিন তাদের চাঁদা দিতে হয়। আজ টাকা না থাকায় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করি। এ সময় আমার ওপর হামলা চালায় তারা। আহত অবস্থায় আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ছোট ভাই আবুল কাশেম আমাকে দেখতে হাসপাতালে আসে। বিকালে বাড়ি ফেরার পথে শিকারপুর মালিবাড়ি এলাকায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় কাশেমকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, সিরিয়াল দেওয়ার নামে চাঁদা তোলে তারা। আজ চাঁদার টাকা না দেওয়ায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও থানায় মামলা কিংবা অভিযোগ করা হয়নি। এরপরও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১০:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিরিয়াল দেওয়ার নামে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর মালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৩৭) মোকাম ইউনিয়নের ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় চাঁদা তোলা বন্ধ ও হত্যার বিচার দাবিতে নিমসার-কংশনগর বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নিহতের বড় ভাই সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম বলেন ,নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকা চায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন। প্রতিদিন তাদের চাঁদা দিতে হয়। আজ টাকা না থাকায় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করি। এ সময় আমার ওপর হামলা চালায় তারা। আহত অবস্থায় আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ছোট ভাই আবুল কাশেম আমাকে দেখতে হাসপাতালে আসে। বিকালে বাড়ি ফেরার পথে শিকারপুর মালিবাড়ি এলাকায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় কাশেমকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, সিরিয়াল দেওয়ার নামে চাঁদা তোলে তারা। আজ চাঁদার টাকা না দেওয়ায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও থানায় মামলা কিংবা অভিযোগ করা হয়নি। এরপরও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।