ফখরুলের আবেদন খারিজ, মামলা চলবে

বিএনপি নেতা মির্জা ফখরুল নাশকতা ও বিস্ফোরক আইনের এক মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন। এবার তার করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টনে মিন্টু রোডে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতাকর্মী রাস্তা অবরোধ করে। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি চালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এরপর গত ৩ সেপ্টেম্বর এই মামলায় মির্জা ফখরুল ও রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফখরুলের আবেদন খারিজ, মামলা চলবে

আপডেট সময় : ১২:২৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বিএনপি নেতা মির্জা ফখরুল নাশকতা ও বিস্ফোরক আইনের এক মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন। এবার তার করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টনে মিন্টু রোডে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতাকর্মী রাস্তা অবরোধ করে। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি চালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এরপর গত ৩ সেপ্টেম্বর এই মামলায় মির্জা ফখরুল ও রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।