দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো – ফখরুল

  • সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

‘এই মহান দিনে, স্বাধীনতা দিবসের শুভলগ্নে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শপথ গ্রহণ করছি– আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে; ভোটের অধিকার ফিরিয়ে আনতে; চাল, ডাল তেলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু করেছি, তা চালিয়ে যাবো।’বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আজ সকালে (২৬ মার্চ ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের কী দুর্ভাগ্য, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিণীকে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে।’মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

‘আমাদের ভোটের অধিকার হারিয়ে গেছে। আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে। সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। এখানে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি। দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো – ফখরুল

আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

‘এই মহান দিনে, স্বাধীনতা দিবসের শুভলগ্নে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শপথ গ্রহণ করছি– আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে; ভোটের অধিকার ফিরিয়ে আনতে; চাল, ডাল তেলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু করেছি, তা চালিয়ে যাবো।’বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আজ সকালে (২৬ মার্চ ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের কী দুর্ভাগ্য, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিণীকে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে।’মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

‘আমাদের ভোটের অধিকার হারিয়ে গেছে। আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে। সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। এখানে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি। দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।