দেশের বিভিন্ন স্থানে ২১ টি ভোট কেন্দ্র পুড়ে ছাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:২৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৬৮৯ বার পড়া হয়েছে

ভোট গ্রহণ শুরুর আগে গতকাল ২৪ ঘণ্টায় দেশের ১৪ জেলার ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক পৃথক জায়গায় কমপক্ষে অন্তত ৪১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে চার জেলায় চার নির্বাচনী ক্যাম্প ও দুই ব্যবসাপ্রতিষ্ঠান, সাত জেলায় ১১টি যানবাহন ও তিন জেলায় অন্তত তিনটি স্থাপনায়  আগুন লাগানো হয়েছে। দুই জেলায় ভাঙচুর করা হয়েছে ২২টির মতো যানবাহন।

এদিকে আজ ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন শরিক দল এবং সিপিবি, বাম জোটসহ কয়েকটি বামপন্থী দল। আন্দোলনের অংশ হিসেবে হরতাল–অবরোধ, বিক্ষোভ–মিছিল, সমাবেশের মতো কর্মসূচি পালন করে আসছে তারা।

এদিকে দুইদিন ব্যাপি শনিবার ও রোববার দেশজুড়ে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিরোধীদের এ কর্মসূচি চলাকালে শনিবার বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। হবিগঞ্জে নির্বাচন অফিস সহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীদের। দোহারে লাঙ্গলের দুই কর্মীকে বেধড়ক মারধোর করে পুলিশে সোপর্দ করেছে আওমীপন্থি প্রার্থীর কর্মীরা।চট্টগ্রাম মহাসড়কে লোহার পাত ফেলে রাখায় চাকা পাংচার হয়ে বিকল হয় ৮০টির মতো যাত্রীবাহী ও পণ্যবোঝাই গাড়ি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে ২১ টি ভোট কেন্দ্র পুড়ে ছাই

আপডেট সময় : ০২:২৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

ভোট গ্রহণ শুরুর আগে গতকাল ২৪ ঘণ্টায় দেশের ১৪ জেলার ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক পৃথক জায়গায় কমপক্ষে অন্তত ৪১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে চার জেলায় চার নির্বাচনী ক্যাম্প ও দুই ব্যবসাপ্রতিষ্ঠান, সাত জেলায় ১১টি যানবাহন ও তিন জেলায় অন্তত তিনটি স্থাপনায়  আগুন লাগানো হয়েছে। দুই জেলায় ভাঙচুর করা হয়েছে ২২টির মতো যানবাহন।

এদিকে আজ ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন শরিক দল এবং সিপিবি, বাম জোটসহ কয়েকটি বামপন্থী দল। আন্দোলনের অংশ হিসেবে হরতাল–অবরোধ, বিক্ষোভ–মিছিল, সমাবেশের মতো কর্মসূচি পালন করে আসছে তারা।

এদিকে দুইদিন ব্যাপি শনিবার ও রোববার দেশজুড়ে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিরোধীদের এ কর্মসূচি চলাকালে শনিবার বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। হবিগঞ্জে নির্বাচন অফিস সহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীদের। দোহারে লাঙ্গলের দুই কর্মীকে বেধড়ক মারধোর করে পুলিশে সোপর্দ করেছে আওমীপন্থি প্রার্থীর কর্মীরা।চট্টগ্রাম মহাসড়কে লোহার পাত ফেলে রাখায় চাকা পাংচার হয়ে বিকল হয় ৮০টির মতো যাত্রীবাহী ও পণ্যবোঝাই গাড়ি।