ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সলো ট্রাভেলার প্রণয়ের অন্নপূর্ণা সার্কিট ভ্রমণের অভিজ্ঞতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ১৬৭৭ বার পড়া হয়েছে

সলো ট্রাভেলার প্রণয়ের অন্নপূর্ণা সার্কিট ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো সিরিজের আজকে ত্রিতীয় চতুর্থ (৪) পর্ব

নেপালের ৬, সার্কিটের ৫ অথবা ট্রেকিং এর ৪ দিন
চামে – আপার পিসাং, ১৪ কিলো।

রাতে বেশ ভালো একটা ঘুম দিয়ে বের হতে হতে ৬:২০ এর মত বেজে গেলো। আজকের ট্রেইল টা আমার জন্য টাফ ছিল। ২২৫০মিটার এর মত উঠা নামা। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, চামে থেকে বের হবার পড়ে একটা কুকুর ব্রাতাং পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছে। আমি থেমে গেলে সেও থেমে আমার জন্য ওয়েট করতো। ব্রাতাং আসার আগে দিয়ে আর ওকে দেখতে পাই নাই। ব্রাতাং ফার্ম হাউস নামে একটা আপালের বাগানের কফি শপ আছে। ওইখানে ফ্রেশ বেকড আপেল পাই আর জুস খেয়ে আবার হাঁটা। জান বের করে দেয়ার মত হাঁটা।

আজকে বিশাল পাহাড় জুড়ে বরফের দেখা পাই। আপার পিসাং থেকে এক ধারে অন্নপূর্ণা ২, ৪ দেখা যাচ্ছিল। এরপর এইখানকার মনেস্টারি দেখতে যাই। পুরোনো টা ব্যাবহারের অযোগ্য হওয়ায় নতুন আর একটা বানিয়েছে ওরা। খুবই সুন্দর দেখতে। আর পুরোনোটা ছিল পুরো পাথর এর চাক দিয়ে বানানো। কালকে যাবো হয় নাওয়াল না হয় ব্রাকা। হাঁটা শুরু করার পর দেখা যাক কি হয়।

চলবে…

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সলো ট্রাভেলার প্রণয়ের অন্নপূর্ণা সার্কিট ভ্রমণের অভিজ্ঞতা

আপডেট সময় : ০২:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

সলো ট্রাভেলার প্রণয়ের অন্নপূর্ণা সার্কিট ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো সিরিজের আজকে ত্রিতীয় চতুর্থ (৪) পর্ব

নেপালের ৬, সার্কিটের ৫ অথবা ট্রেকিং এর ৪ দিন
চামে – আপার পিসাং, ১৪ কিলো।

রাতে বেশ ভালো একটা ঘুম দিয়ে বের হতে হতে ৬:২০ এর মত বেজে গেলো। আজকের ট্রেইল টা আমার জন্য টাফ ছিল। ২২৫০মিটার এর মত উঠা নামা। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, চামে থেকে বের হবার পড়ে একটা কুকুর ব্রাতাং পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছে। আমি থেমে গেলে সেও থেমে আমার জন্য ওয়েট করতো। ব্রাতাং আসার আগে দিয়ে আর ওকে দেখতে পাই নাই। ব্রাতাং ফার্ম হাউস নামে একটা আপালের বাগানের কফি শপ আছে। ওইখানে ফ্রেশ বেকড আপেল পাই আর জুস খেয়ে আবার হাঁটা। জান বের করে দেয়ার মত হাঁটা।

আজকে বিশাল পাহাড় জুড়ে বরফের দেখা পাই। আপার পিসাং থেকে এক ধারে অন্নপূর্ণা ২, ৪ দেখা যাচ্ছিল। এরপর এইখানকার মনেস্টারি দেখতে যাই। পুরোনো টা ব্যাবহারের অযোগ্য হওয়ায় নতুন আর একটা বানিয়েছে ওরা। খুবই সুন্দর দেখতে। আর পুরোনোটা ছিল পুরো পাথর এর চাক দিয়ে বানানো। কালকে যাবো হয় নাওয়াল না হয় ব্রাকা। হাঁটা শুরু করার পর দেখা যাক কি হয়।

চলবে…