রানা প্লাজা ট্রাজেডি তে হতাহতের ঘটনায় দায়ের কৃত হত্যা মামলায় জামিন পাওয়া ভবনের মালিক সোহেল রানার জামিন আদেশ স্থগিত করেছে হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। আইনজীবীরা জানান এর ফলে তার কারামুক্তি মিলবে না এখন।
গত ৬ এপ্রিল সোহেল রানার জামিন দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (৯ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।