প্রতিদিন বাংলাদেশে ৫ – ১৫ জন সড়ক দূর্ঘটনায় মারা যায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ১৭১৭ বার পড়া হয়েছে

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।  সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৫ থেকে ১৫ জন মারা যান এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক নয়। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত, জিডিপিতে বড় অবদান রাখে। সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সড়ক নিরাপত্তা, মোটরসাইকেলের অব্যাহত বৃদ্ধি, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মানসম্পন্ন হেলমেট ব্যবহারের বিষয় সবচেয়ে গুরুত্ব পায়।

এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় সড়ক দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুর্ঘটনা কমাতে। ঢাকায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা গেছে। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এবার হেলমেটের মান নির্ধারণে কাজ করছে বিএসটিআই।

সভায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের ৪ জনের ১ জনই পথচারী বা সাইকেল আরোহী।

নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে। মানসম্মত হেলমেটও রয়েছে। কিন্তু এসব হেলমেট কতদিন ব্যবহার করা যাবে, কতদিন পর এসব হেলমেট (লাইফটাইম) ব্যবহার করা যাবে না তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. আবদুস সাত্তার বলেন, বাজারে তিন হাজার টাকা থেকে শুরু করে ৩৫ হাজার টাকার মধ্যে মানসম্মত হেলমেট পাওয়া যায়। যে যার পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারেন। তবে এসব হেলমেটেরও একটা লাইফ টাইম থাকা প্রয়োজন। কত দিন পরআর এ হেলমেট ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা দরকার। বাজারে মানহীন বহু হেলমেট রয়েছে তা-ও খেয়াল রাখতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন বাংলাদেশে ৫ – ১৫ জন সড়ক দূর্ঘটনায় মারা যায়

আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।  সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৫ থেকে ১৫ জন মারা যান এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক নয়। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত, জিডিপিতে বড় অবদান রাখে। সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সড়ক নিরাপত্তা, মোটরসাইকেলের অব্যাহত বৃদ্ধি, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মানসম্পন্ন হেলমেট ব্যবহারের বিষয় সবচেয়ে গুরুত্ব পায়।

এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় সড়ক দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুর্ঘটনা কমাতে। ঢাকায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা গেছে। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এবার হেলমেটের মান নির্ধারণে কাজ করছে বিএসটিআই।

সভায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের ৪ জনের ১ জনই পথচারী বা সাইকেল আরোহী।

নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে। মানসম্মত হেলমেটও রয়েছে। কিন্তু এসব হেলমেট কতদিন ব্যবহার করা যাবে, কতদিন পর এসব হেলমেট (লাইফটাইম) ব্যবহার করা যাবে না তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. আবদুস সাত্তার বলেন, বাজারে তিন হাজার টাকা থেকে শুরু করে ৩৫ হাজার টাকার মধ্যে মানসম্মত হেলমেট পাওয়া যায়। যে যার পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারেন। তবে এসব হেলমেটেরও একটা লাইফ টাইম থাকা প্রয়োজন। কত দিন পরআর এ হেলমেট ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা দরকার। বাজারে মানহীন বহু হেলমেট রয়েছে তা-ও খেয়াল রাখতে হবে।