কিছু বিষাদ ভাসিয়ে দিলাম
আকাশে মেঘের দলে।
যাক না কিছু বিষাদ আজ
পাখির মতো উড়ে।
কিছু বিষাদ বৃষ্টি হয়ে
ভিজিয়ে দিক তোমায়।
কিছু বিষাদ থাকুক গোপন
থাকুক ছুঁয়ে আমায়।
কিছু বিষাদ নিষাদ হয়ে
ছুটুক সমুদ্দুরে।
পুড়ুক কিছু বিষাদ আজ
প্রখর রোদ্দুরে।।
কিছু বিষাদ ভাসিয়ে দিলাম
আকাশে মেঘের দলে।
যাক না কিছু বিষাদ আজ
পাখির মতো উড়ে।
কিছু বিষাদ বৃষ্টি হয়ে
ভিজিয়ে দিক তোমায়।
কিছু বিষাদ থাকুক গোপন
থাকুক ছুঁয়ে আমায়।
কিছু বিষাদ নিষাদ হয়ে
ছুটুক সমুদ্দুরে।
পুড়ুক কিছু বিষাদ আজ
প্রখর রোদ্দুরে।।