শুক্রবার (৯ জুন) বরিশাল শহরের পোর্ট ও কেরামতিয়া জামে মসজিদে সিটি করপোরেশন এলাকার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে আলেম-ওলামার উদ্দেশে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন বাংলাদেশের প্রতিটি এলাকার সমাজ মসজিদভিত্তিক সমাজ। সেই মসজিদভিত্তিক সমাজের কান্ডারী ইমামরাই সমাজকে গঠন করবেন, হেদায়েত করবেন, ভালো শেখাবেন, সমাজের মন্দগুলো চোখে আঙ্গুল দিয়ে শুধরানোর ব্যবস্থা করবেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। উনাকে বরিশাল শহরে মেয়র প্রার্থী হিসেবে আমাদের নেত্রী শেখ হাসিনা পছন্দ করে পাঠিয়েছেন।
নির্বাচনে প্রার্থী হওয়ার আগে খোকন সেরনিয়াবাতকে কেউই চিনতেন না। কারণ এই মানুষটি অত্যন্ত সাদাসিধা সরল জীবন-যাপন করেন। এই মানুষটিকে যোগ্য সুযোগ দিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই উনি বিচক্ষণভাবেই খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছেন। কেন্দ্রীয় কয়েকজন নেতার নাম উচ্চারণ করে নানক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে (বরিশাল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাতের পক্ষে প্রচার চালানোর জন্য) পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে- বরিশালের মানুষের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে তোমরা বলবা যে, আমি আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দিলাম বরিশালের মানুষের জন্য।
সাবেক প্রতিমন্ত্রী এসময় আরো বলেন , সারা দেশে ৫৩৮টা মডেল মসজিদ, ইমাম সাহেবদের প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা সহ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনা করে কওমি মাদরাসার সনদের সম্মানজনক স্বীকৃতি দিয়ে বিসিএস ক্যাডার হবার সুযোগের সূচনা করেছেন বঙ্গবন্ধু কন্যা। এসময় তিনি আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও মসজিদ মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে সেসব বিষয় নিয়ে কথা হয়েছে । এছাড়াও তিনি নৌকার পক্ষে প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ভোট দিয়ে উন্নয়নের জোয়ারের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।