বিশ্বকাপজয়ী আর্জেনটাইন গোলকিপার ইমিয়ানো মার্টিনেজ ১১ ঘন্টার ছোট্ট সফরে এসেছিলেন বাংলাদেশে। এ সফরে বাংলাদেশের লাখো ভক্তের উন্মাদনা দেখতে পারেননি মার্টিনেজ । বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকলেও আয়োজকদের অসচেতনতায় দেখা করতে পারেননি জামাল।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন অনেকেই। এই ঘটনাটি জেনেছেন মার্টিনেজ। আর তাই তো কোলকাতা ভ্রমন শেষে ফিরে যাওয়ার আগে জামাল ভূঁইয়াকে নিজের পরিহিত জার্সীতে অটোগ্রাফ এবং “চিয়ার্স জামাল” লিখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ইমিলয়ানো মার্টিনেজ।