আলোচনা আর সমালোচনা তাকে পিছু ছাড়ে না নাকি তিনিই চান সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে – এই বিতর্কে যাবার আসলে কিছু নেই। যার কথা বলছি তিনিই আমাদের দেশের প্রথম সারির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গেল ঈদে “সুড়ঙ্গ” সিনেমাতে একটি হট নাম্বার ‘কলিজা আর জান’ উপহার দিয়ে এমনিতেই আলোচনায় তিনি। সেই সুনামের ঝুলি পূর্ণ না হতেই আবার দুদিন ধরে নেট দুনিয়া উত্তাল ফেসবুকে তার পোস্ট করা অসাধারণ সব ছবি নিয়ে। ফারিয়া আগেই জানান দিয়েছিলেন, ঈদের পর একটু ব্রেক নিতে ঘুরতে যেতে চান তিনি। তাই সম্প্রতি জানা গেছে তার এবারের হলিডে ডেসটিনেশন হলো – তুরস্ক। সেখান থেকেই একের পর এক সুন্দর সব ছবি উপহার দিচ্ছেন তিনি। আর ফারিয়া কিছু করবেন, আর তা নিয়ে আলোচনা হবে না – তা তো হতেই পারে না। খোলামেলা পোশাক নিয়ে আবারও সমালোচনার মুখে তিনি। কিন্তু বরাবরের মতোই ভক্তদের সব কমেন্ট কে সাদরে গ্রহণ করে নিচ্ছেন তিনি। ছবির সাথে রহস্যময় ক্যাপশন দিচ্ছেন আর তুরস্কে বসে মজা নিতে নিতে হাসছেন যেন পটাকা খ্যাত নুসরাত ফারিয়া !
সংবাদ শিরোনাম ::
তুরস্ক থেকে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
- বিনোদন ডেস্ক
- আপডেট সময় : ১২:২৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- ১৬৯০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ