
ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে এক দারুন খবর! দীর্ঘ নিষেধাজ্ঞার পর বান্দরবানের রুমা ও থানচি পর্যটকদের ভ্রমণেরজন্য উন্মুক্ত করা হয়েছে!
গতকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর রাত থেকে পাহাড়ের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জঙ্গিবিরোধী যৌথবাহিনীর অভিযানের কারণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। শুধুমাত্র রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ আবারও উন্মুক্ত হল।