রাঙ্গামাটি গেলে যেই জায়াগাগুলোতে যেতেই হবে

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটি হচ্ছে রাঙ্গামাটি। ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই জেলায় ভ্রমণের জন্য রয়েছে অনেক জায়গা। 

তবে কেউ যদি খুব অল্প সময়ের জন্য রাঙ্গামাটি যাই তাহলে হয়তোবা এই বিশাল এবং মনমু্গ্ধকর জেলার সবকিছু দেখতে পারবে না। আর সেই জন্য রাঙ্গামাটিতে গেলে যেই জায়গাগুলোতে যেতেই হবে তার একটি তালিকা আজকে দেওয়া হবে। যদি আপনি কোনো সময় রাঙ্গামাটি যান, তাহলে এই স্থানগুলো অবশ্যই ভ্রমণ করবেন। আর তা না করলে এক কথায় বলা যেতে পারে যে রাঙ্গামাটি ভ্রমণ আপনার বৃথা। 

ঝুলন্ত সেতু

ঝুলন্ত সেতুর নাম শুনে নি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। ঝুলন্ত সেতুকে বলা হয় দ্যা সিম্বল অফ রাঙ্গামাটি। ৩৩৫ ফুট লম্বা এই সেতু থেকে আপনি কাপ্তাই হ্রদের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। তাই রাঙ্গামাটি গেলে অন্য কোথাও যান বা না যান, ঝুলন্ত সেতুতে অবশ্যই যেতে হবে। 

 

কাপ্তাই হ্রদ

এই হ্রদের উপরই ঝুলন্ত অবস্থাই আছে বিখ্যাত ঝুলন্ত সেতু, যার কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে। আসলে এই ঝুলন্ত সেতু এবং কাপ্তাই হ্রদকে কেন্দ্র করেই রাঙ্গামাটির পর্যটক শিল্প মূলত গড়ে উঠেছে। তাই এই জায়গাই যাওয়াটা আবশ্যক, যদি রাঙ্গামাটির আসল সৌন্দর্য দেখতে চান। 

তবে এই হ্রদ কিন্তু কৃত্রিম একটি হ্রদ। ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর বিদ্যুৎ উৎপাদনের জন্য এক বাঁধ নির্মাণ করা হয় এবং এই বাঁধ নির্মাণের কারণে কৃষি জমি ডুবে গিয়ে সৃষ্টি হয় এই হ্রদের।

 

পলওয়েল পার্ক

যদি এক দিনের জন্যও যান রাঙ্গামাটি তাহলে থাকার তো একটা জায়গা দরকার হবে। আর তার জন্যই আছে পলওয়েল পার্ক এন্ড কটেজ। রাঙ্গামাটির সব থেকে বিখ্যাত এবং সুন্দর একটি স্থান হচ্ছে এই পার্ক। কাপ্তাই লেকের পাশে অবস্থিত এই পার্ক আপনার মনকে প্রফুল্ল করে তুলবে এবং রাঙ্গামাটিতে যদি থাকতে চান তাহলে তাদের কটেজ সার্ভিসও আছে। অর্থাৎ লেকের পাশে চাইলে আপনি রাত্রিযাপনও করতে পারবেন।

চাকমা রাজবাড়ি

চাকমা রাজা কোথাই থাকত বা কিভাবে থাকত, তা যদি জানতে চান তাহলে রাজবন বিহারের পূর্ব পার্শ্বে অবস্থিত এই চাকমা রাজবাড়িটি ঘুরে আসতে পারেন। এই রাজবাড়ি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতাই এবং আপনার সামনে তুলে ধরবে চাকমা রাজাদের রুচিশীলতা। তাছাড়া, এই রাজবাড়িতে প্রবেশের জন্য বা ঘুড়ে দেখার জন্য কোনো টাকাও লাগবে না। 

 

তো এই ছিল রাঙ্গামাটির কিছু বিখ্যাত জায়গার পরিচয়। যদি আপনি রাঙ্গামাটি অল্প সময়ের জন্যও যান তাহলে আমি বলব যে একবার হলেও এই জায়গাগুলো আপনার ঘুরে আসা দরকার, কেননা এই স্থানগুলো আপনার চোখের সামনে শুধু রাঙ্গামাটির নয়, বরং পুরো বাংলাদেশের সুন্দর্য তুলে ধরবে। 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটি গেলে যেই জায়াগাগুলোতে যেতেই হবে

আপডেট সময় : ০৮:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটি হচ্ছে রাঙ্গামাটি। ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই জেলায় ভ্রমণের জন্য রয়েছে অনেক জায়গা। 

তবে কেউ যদি খুব অল্প সময়ের জন্য রাঙ্গামাটি যাই তাহলে হয়তোবা এই বিশাল এবং মনমু্গ্ধকর জেলার সবকিছু দেখতে পারবে না। আর সেই জন্য রাঙ্গামাটিতে গেলে যেই জায়গাগুলোতে যেতেই হবে তার একটি তালিকা আজকে দেওয়া হবে। যদি আপনি কোনো সময় রাঙ্গামাটি যান, তাহলে এই স্থানগুলো অবশ্যই ভ্রমণ করবেন। আর তা না করলে এক কথায় বলা যেতে পারে যে রাঙ্গামাটি ভ্রমণ আপনার বৃথা। 

ঝুলন্ত সেতু

ঝুলন্ত সেতুর নাম শুনে নি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। ঝুলন্ত সেতুকে বলা হয় দ্যা সিম্বল অফ রাঙ্গামাটি। ৩৩৫ ফুট লম্বা এই সেতু থেকে আপনি কাপ্তাই হ্রদের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। তাই রাঙ্গামাটি গেলে অন্য কোথাও যান বা না যান, ঝুলন্ত সেতুতে অবশ্যই যেতে হবে। 

 

কাপ্তাই হ্রদ

এই হ্রদের উপরই ঝুলন্ত অবস্থাই আছে বিখ্যাত ঝুলন্ত সেতু, যার কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে। আসলে এই ঝুলন্ত সেতু এবং কাপ্তাই হ্রদকে কেন্দ্র করেই রাঙ্গামাটির পর্যটক শিল্প মূলত গড়ে উঠেছে। তাই এই জায়গাই যাওয়াটা আবশ্যক, যদি রাঙ্গামাটির আসল সৌন্দর্য দেখতে চান। 

তবে এই হ্রদ কিন্তু কৃত্রিম একটি হ্রদ। ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর বিদ্যুৎ উৎপাদনের জন্য এক বাঁধ নির্মাণ করা হয় এবং এই বাঁধ নির্মাণের কারণে কৃষি জমি ডুবে গিয়ে সৃষ্টি হয় এই হ্রদের।

 

পলওয়েল পার্ক

যদি এক দিনের জন্যও যান রাঙ্গামাটি তাহলে থাকার তো একটা জায়গা দরকার হবে। আর তার জন্যই আছে পলওয়েল পার্ক এন্ড কটেজ। রাঙ্গামাটির সব থেকে বিখ্যাত এবং সুন্দর একটি স্থান হচ্ছে এই পার্ক। কাপ্তাই লেকের পাশে অবস্থিত এই পার্ক আপনার মনকে প্রফুল্ল করে তুলবে এবং রাঙ্গামাটিতে যদি থাকতে চান তাহলে তাদের কটেজ সার্ভিসও আছে। অর্থাৎ লেকের পাশে চাইলে আপনি রাত্রিযাপনও করতে পারবেন।

চাকমা রাজবাড়ি

চাকমা রাজা কোথাই থাকত বা কিভাবে থাকত, তা যদি জানতে চান তাহলে রাজবন বিহারের পূর্ব পার্শ্বে অবস্থিত এই চাকমা রাজবাড়িটি ঘুরে আসতে পারেন। এই রাজবাড়ি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতাই এবং আপনার সামনে তুলে ধরবে চাকমা রাজাদের রুচিশীলতা। তাছাড়া, এই রাজবাড়িতে প্রবেশের জন্য বা ঘুড়ে দেখার জন্য কোনো টাকাও লাগবে না। 

 

তো এই ছিল রাঙ্গামাটির কিছু বিখ্যাত জায়গার পরিচয়। যদি আপনি রাঙ্গামাটি অল্প সময়ের জন্যও যান তাহলে আমি বলব যে একবার হলেও এই জায়গাগুলো আপনার ঘুরে আসা দরকার, কেননা এই স্থানগুলো আপনার চোখের সামনে শুধু রাঙ্গামাটির নয়, বরং পুরো বাংলাদেশের সুন্দর্য তুলে ধরবে।