কিলিয়ান এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখার জন্য আর রিয়াল মাদ্রিদে যাওয়া ঠেকানোর জন্য অনেক ভেবেচিন্তে হয়তো একটা উপায় পেয়েছে পিএসজি। সেই উপায় অনুসারে ফরাসি ফরোয়ার্ডকে পিএসজি ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর দেওয়ার এক প্রস্তাব দিয়েছে ।
ডিফেন্সা সেন্ট্রাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই অবিশ্বাস্য প্রস্তাবের খবর জানা যায় ।এ প্রস্তাব চুক্তিবদ্ধ হলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকবেন এমবাপ্পে। ফুটবল খেলায় এটাই ই হবে সবচেয়ে আকর্ষণীয় চুক্তি!
লিওনেল মেসি প্যারিস ছেড়ে যাওয়ার ঘোষণার পর এমবাপ্পে পিএস জি কে চিঠি দিয়ে জানায় ,বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আর প্যারিসে থাকবেন না ।তিনি আরো বলেছিলেন, অর্থকড়ির থেকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন তাঁর কাছে বড়।