অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার ২৫ জুলাই প্রথম প্রহর রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা রবিবার ২৩ জুলাই রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।জানা যায়, নীতিমালা তৈরির আশ্বাস না পাওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে। গোলাম মোস্তফা বলেন, রবিবার বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠক থেকে আশানুরূপ কোনো বার্তা পাওয়া যায়নি। তাই সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অ্যাম্বুল্যান্স ধর্মঘট পালন করা হবে।

সংগঠনটির বেশ কয়েকটি দাবি রয়েছে। তাদের দাবিগুলো পূরনের জন্য এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো, প্রাইভেটকারের মতো অ্যাম্বুল্যান্স থেকে বিআরটিএর ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে। অতি দ্রুত অ্যাম্বুল্যান্সের জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে হবে। অ্যাম্বুল্যান্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের পার্কিং সুবিধা দেওয়া, অ্যাম্বুল্যান্সে রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরন।

গোলাম মোস্তফা বলেন, এসব দাবি পূরণের জন্য আমরা ২০১৭ সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি দিয়েছি। এইসব দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধ থাকবে। তাছাড়া, নীতিমালা তৈরি হলে অ্যাম্বুল্যান্সের সংজ্ঞা যেমন স্পষ্ট হবে, তেমনি এর গঠন, ধরন ও বিশিষ্ট্যে ছাড় পাওয়ার আর সুযোগ থাকবে না। অ্যাম্বুল্যান্সের মালিকানায় কারা থাকবেন, ব্যক্তি মালিকানায় অ্যাম্বুল্যান্স চলতে পারবে কি না, এই বিষয়গুলো পরিষ্কার হবে। আর অ্যাম্বুল্যান্সের মানভেদে ভাড়াও নির্ধারণ করে দিতে পারবে সরকার।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

মঙ্গলবার ২৫ জুলাই প্রথম প্রহর রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা রবিবার ২৩ জুলাই রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।জানা যায়, নীতিমালা তৈরির আশ্বাস না পাওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে। গোলাম মোস্তফা বলেন, রবিবার বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠক থেকে আশানুরূপ কোনো বার্তা পাওয়া যায়নি। তাই সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অ্যাম্বুল্যান্স ধর্মঘট পালন করা হবে।

সংগঠনটির বেশ কয়েকটি দাবি রয়েছে। তাদের দাবিগুলো পূরনের জন্য এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো, প্রাইভেটকারের মতো অ্যাম্বুল্যান্স থেকে বিআরটিএর ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে। অতি দ্রুত অ্যাম্বুল্যান্সের জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে হবে। অ্যাম্বুল্যান্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের পার্কিং সুবিধা দেওয়া, অ্যাম্বুল্যান্সে রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরন।

গোলাম মোস্তফা বলেন, এসব দাবি পূরণের জন্য আমরা ২০১৭ সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি দিয়েছি। এইসব দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধ থাকবে। তাছাড়া, নীতিমালা তৈরি হলে অ্যাম্বুল্যান্সের সংজ্ঞা যেমন স্পষ্ট হবে, তেমনি এর গঠন, ধরন ও বিশিষ্ট্যে ছাড় পাওয়ার আর সুযোগ থাকবে না। অ্যাম্বুল্যান্সের মালিকানায় কারা থাকবেন, ব্যক্তি মালিকানায় অ্যাম্বুল্যান্স চলতে পারবে কি না, এই বিষয়গুলো পরিষ্কার হবে। আর অ্যাম্বুল্যান্সের মানভেদে ভাড়াও নির্ধারণ করে দিতে পারবে সরকার।