হিরো আলমকে নিয়ে বিবৃতির জেরে ১৩ বিদেশী দূতকে তলব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৬৮৫ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার ওপর নিন্দা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি বিদেশি মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি যৌথ বিবৃতি দিয়েছিল। উক্ত বিবৃতিতে তারা হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানিয়েছিল।

আজ বুধবার (২৬জুলাই) ১৩টি বিদেশী মিশনের প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে। দেশি ও বিদেশি কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কূটনীতিকের কাছে ওই বিবৃতির বিষয়ে সরকারের অসন্তোষের কথা তুলে ধরবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি ১২টি মিশন ও ইইউ ঢাকা-১৭ উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিল। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে মিশনগুলোর প্রধানদের আগামীকাল (আজ) পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ওই বিবৃতির বিষয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।’

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি মিশনগুলোর যৌথ বিবৃতির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘তলব’ করার বিষয়টি তাঁদের কাছে পাঠানো কূটনৈতিক পত্রে উল্লেখ করা হয়নি। গতকাল ওই মিশনগুলোতে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সাবেক একাধিক পররাষ্ট্রসচিব গতকাল এই প্রতিবেদককে জানান, কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে একসঙ্গে এতজন রাষ্ট্রদূতকে তলবের ঘটনা নজিরবিহীন। তবে অতীতে একসঙ্গে এর চেয়ে বেশিসংখ্যক কূটনীতিককে বিশেষ কোনো পরিস্থিতি জানানো, কোনো নির্বাচনে বাংলাদেশ অংশ নিলে প্রার্থিতার সমর্থনে ভোটের জন্য ডাকার নজির আছে। সাবেক একাধিক কূটনীতিক মনে করেন, একসঙ্গে ১৩ কূটনীতিককে ডেকে অসন্তোষ না জানালেও চলত। কারণ, এতে সম্পর্কে অস্বস্তি তৈরির আশঙ্কা থাকে। অতীতে কোনো বিষয়ে চরম অসন্তোষ থাকলেও সরকার এভাবে একসঙ্গে কূটনীতিকদের না ডেকে তাঁদের আলাদাভাবে জানিয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিরো আলমকে নিয়ে বিবৃতির জেরে ১৩ বিদেশী দূতকে তলব

আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার ওপর নিন্দা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি বিদেশি মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি যৌথ বিবৃতি দিয়েছিল। উক্ত বিবৃতিতে তারা হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানিয়েছিল।

আজ বুধবার (২৬জুলাই) ১৩টি বিদেশী মিশনের প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে। দেশি ও বিদেশি কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কূটনীতিকের কাছে ওই বিবৃতির বিষয়ে সরকারের অসন্তোষের কথা তুলে ধরবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি ১২টি মিশন ও ইইউ ঢাকা-১৭ উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিল। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে মিশনগুলোর প্রধানদের আগামীকাল (আজ) পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ওই বিবৃতির বিষয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।’

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি মিশনগুলোর যৌথ বিবৃতির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘তলব’ করার বিষয়টি তাঁদের কাছে পাঠানো কূটনৈতিক পত্রে উল্লেখ করা হয়নি। গতকাল ওই মিশনগুলোতে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সাবেক একাধিক পররাষ্ট্রসচিব গতকাল এই প্রতিবেদককে জানান, কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে একসঙ্গে এতজন রাষ্ট্রদূতকে তলবের ঘটনা নজিরবিহীন। তবে অতীতে একসঙ্গে এর চেয়ে বেশিসংখ্যক কূটনীতিককে বিশেষ কোনো পরিস্থিতি জানানো, কোনো নির্বাচনে বাংলাদেশ অংশ নিলে প্রার্থিতার সমর্থনে ভোটের জন্য ডাকার নজির আছে। সাবেক একাধিক কূটনীতিক মনে করেন, একসঙ্গে ১৩ কূটনীতিককে ডেকে অসন্তোষ না জানালেও চলত। কারণ, এতে সম্পর্কে অস্বস্তি তৈরির আশঙ্কা থাকে। অতীতে কোনো বিষয়ে চরম অসন্তোষ থাকলেও সরকার এভাবে একসঙ্গে কূটনীতিকদের না ডেকে তাঁদের আলাদাভাবে জানিয়েছে।