AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে?

AI বর্তমান সময়ে এসে অনেক আলোচনার মধ্যে আছে। তবে এইটা যে নতুন একটি বিষয় এমন না। AI যখন থেকে ক্ষমতাবান হতে শুরু করেছিল, তখন থেকেই মানুষ চিন্তায় ছিল যে এইটা কি বিভিন্ন কর্মক্ষেত্রকে বিনষ্ট করে দিবে কিনা। 

আর সত্যি বলতে অনেক ক্ষেত্রে AI এমনটা করা শুরু করে দিয়েছে। বিবিসি এর একটি রিপোর্ট অনুযায়ী AI প্রায় ৩০০ মিলিয়ন কর্মক্ষেত্র দখল করে নিবে। তাছাড়া আরেকটি রিপোর্টে দেখা গেছে যে, মে ২০২৩ এ USA এর মধ্যে ৩,৯০০ টি চাকরি হারিয়েছে মানুষ, যার কারণ হচ্ছে AI এবং এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে যে AI কতটা প্রভাব ফেলছে চাকরি ক্ষেত্রে। তবে এটি কি ওয়েব ডেভেলাপমেন্টের চাকরি ক্ষেত্রেও প্রভাব ফেলছে বা ফেলবে? এই বিষয়টি সম্পর্কেই আজকে আমরা জানার চেষ্টা করব। 

 

ওয়েব ডেভেলাপারদের কাজ কি?

ওয়েব ডেভেলাপারদের কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা এবং তৈরিকৃত ওয়েবসাইট ডেভেলাপ করা। আপনি এখন যেই ওয়েবসাইটে এই লেখাটি পড়ছেন, সেটিও এক বা একাধিক ওয়েব ডেভেলাপার ডেভেলাপ করেছে। 

একজন ওয়েব ডেভেলাপার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ওয়েবসাইট ডেভেলাপ করে থাকে। বর্তমান সময়ে এসে সবচেয়ে জনপ্রিয় পেশাগুলোর মধ্যে একটি হচ্ছে এই ওয়েব ডেভেলাপমেন্ট। ২০২১ সালে ওয়েব ডেভেলাপারদের সংখ্যা ছিল প্রায় ২৫ মিলিয়ন এবং বর্তমানে এই সংখ্যা আরো অনেক বেড়েছে। বিশেষ করে বর্তমানের ইয়ুথ এই পেশাই যাবার জন্য সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে। 

 

AI ওয়েব ডেভেলাপমেন্টের ক্ষেত্রে কি ভূমিকা রাখে?

মূল প্রশ্ন যেহেতু এইটা যে, AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে কিনা, সেহেতু কোনো না কোনো ভাবে AI কে এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। কেননা কোনো একটি ভূমিকা রাখার মাধ্যমেই AI এই ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবে এবং আমাদের জন্য এই পেশার চাহিদা কমাতে সক্ষম হবে।

এখন কিভাবে AI ওয়েব ডেভেলাপমেন্টের ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করবে?

আসলে AI পুরোপুরি ভাবে ওয়েব ডেভেলাপ করতে না পারলেও কিছুটা করতে পারে। ChatGPT এর মতো AI গুলোকে যদি একটি ওয়েবসাইটের বিবরণ দিয়ে সেটি ডেভেলাপ করতে বলা হয় তখন সে সেটির কোড জেনারেট করে দিতে পারে। 

 

হয়তোবা সেই ওয়েবসাইটগুলো পুরোপুরি ডেভেলাপড হয়না। অনেক কিছুরই কমতি থাকে, কিন্তু করে দিতে পারে। হয়তোবা আজকে থেকে ১ বা ২ বছর পর আরও ভাল কোড জেনারেট করে দিতে পারবে এই AI গুলো। 

আবার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু AI অনেক এগিয়ে গেছে। DesignAI, Uizard, Jasper AI Art, Midjourney এবং এমন আরো যেই AI গুলো আছে সেইগুলো অনেক ভাল UI/UX ডিজাইন জেনারেট করতে পারে। যা আসলেই দেখতে অসাধারণ হয়ে থাকে এবং একজন ডিজাইনারের এই কাজটি করতে অনেক সময় লাগলেও AI তা করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর।

 

AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে?

না, AI ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমাবে না। বরং বলা যেতে পারে AI ওয়েব ডেভেলাপারদের চাহিদা কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিবে। 

হয়তোবা এই উত্তরে অনেকে একমত হবে না। তবে আশা করি যে, বিস্তারিত বলার পর আপনি বোঝতে পারবেন যে আমি এমনটা কেন বললাম। AI কে আমরা আমাদের বা একজন ওয়েব ডেভেলাপারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। যে কিনা একজন ডেভেলাপারকে তার কর্মক্ষেত্রে সাহায্যে করবে, নাকি তার কর্মক্ষেত্র দখল করবে। 

একজন ওয়েব ডেভেলাপার যখন একটি ওয়েবসাইট ডেভেলাপ করে তখন সে অনেক সমস্যার মুখোমুখি হয় এবং সেই সমস্যা সমাধান করতে গেলে অনেকটা সময় লাগে। তবে AI আসার পর সেই সমস্যা সমাধান করাটা বা বাগ ফিক্স করাটা অনেকটা সহজ হয়েছে। AI কে সমস্যার বিস্তারিত বললে বা কোডটি দিলে সে সেই সমস্যার কারণ এবং সমাধান দিয়ে দেয় এমনকি সঠিক কোডটিও জেনারেট করে দেই। তবে এর মানে এই না যে সে ওয়েব ডেভেলাপারকেই রিপ্লেস করে দেয়। 

AI হচ্ছে গাড়ি যে কিনা যাতায়তের সময়টা আগের তুলনাই অনেকটা কম করে দিয়েছে। কিন্তু, একজন চালক ছাড়া সেই গাড়ি অচল তেমনি ভাবে একজন ওয়েব ডেভেলাপার ছাড়াও AI অচল। একজন ওয়েব ডেভেলাপার থাকলেই AI একটি ওয়েবসাইট ডেভেলাপে সাহায্য করতে পারবে। তাই AI এর কারণে এই ক্ষেত্রের চাহিদা কমে যাবে এটি ভাবা অযৌক্তিক। 

নতুন যারা ওয়েব ডেভেলাপমেন্টের ফিল্ডে যেতে চাচ্ছে তাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটি থাকে যে, তারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখা শুরু করে এবং কয়েক বছর পর যদি AI ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে তাহলে কি তাদের কর্মক্ষেত্র চলে যাবে কিনা? এর উত্তর হচ্ছে যে, একজন মানুষের জন্য ওয়েব ডেভেলাপমেন্টের চাহিদা সবসময় ছিল, আছে এবং থাকবে। 

যারা ওয়েব ডেভেলাপমেন্টের দিকে আসতে চাই তারা কোনো চিন্তা ছাড়াই এই ফিল্ডে আসতে পারে। এখানে দুশ্চিন্তা করার কিছু নেই। হয়তোবা AI অনেক ক্ষমতাবান হতে পারে আসতে আসতে তবে মানুষের চাহিদা সব সময়ই থাকবে কোনো না কোনো ক্ষেত্রে। যদি একটি ক্ষেত্রের চাহিদা কমে যাই তাহলে আরও দশটি ক্ষেত্র তৈরি হবে। সব শেষে মূল বিষয় হচ্ছে, AI আমাদের কর্মক্ষেত্রের পাশে থাকবে তবে তা কেড়ে নিবে না।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে?

আপডেট সময় : ১১:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

AI বর্তমান সময়ে এসে অনেক আলোচনার মধ্যে আছে। তবে এইটা যে নতুন একটি বিষয় এমন না। AI যখন থেকে ক্ষমতাবান হতে শুরু করেছিল, তখন থেকেই মানুষ চিন্তায় ছিল যে এইটা কি বিভিন্ন কর্মক্ষেত্রকে বিনষ্ট করে দিবে কিনা। 

আর সত্যি বলতে অনেক ক্ষেত্রে AI এমনটা করা শুরু করে দিয়েছে। বিবিসি এর একটি রিপোর্ট অনুযায়ী AI প্রায় ৩০০ মিলিয়ন কর্মক্ষেত্র দখল করে নিবে। তাছাড়া আরেকটি রিপোর্টে দেখা গেছে যে, মে ২০২৩ এ USA এর মধ্যে ৩,৯০০ টি চাকরি হারিয়েছে মানুষ, যার কারণ হচ্ছে AI এবং এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে যে AI কতটা প্রভাব ফেলছে চাকরি ক্ষেত্রে। তবে এটি কি ওয়েব ডেভেলাপমেন্টের চাকরি ক্ষেত্রেও প্রভাব ফেলছে বা ফেলবে? এই বিষয়টি সম্পর্কেই আজকে আমরা জানার চেষ্টা করব। 

 

ওয়েব ডেভেলাপারদের কাজ কি?

ওয়েব ডেভেলাপারদের কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা এবং তৈরিকৃত ওয়েবসাইট ডেভেলাপ করা। আপনি এখন যেই ওয়েবসাইটে এই লেখাটি পড়ছেন, সেটিও এক বা একাধিক ওয়েব ডেভেলাপার ডেভেলাপ করেছে। 

একজন ওয়েব ডেভেলাপার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ওয়েবসাইট ডেভেলাপ করে থাকে। বর্তমান সময়ে এসে সবচেয়ে জনপ্রিয় পেশাগুলোর মধ্যে একটি হচ্ছে এই ওয়েব ডেভেলাপমেন্ট। ২০২১ সালে ওয়েব ডেভেলাপারদের সংখ্যা ছিল প্রায় ২৫ মিলিয়ন এবং বর্তমানে এই সংখ্যা আরো অনেক বেড়েছে। বিশেষ করে বর্তমানের ইয়ুথ এই পেশাই যাবার জন্য সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে। 

 

AI ওয়েব ডেভেলাপমেন্টের ক্ষেত্রে কি ভূমিকা রাখে?

মূল প্রশ্ন যেহেতু এইটা যে, AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে কিনা, সেহেতু কোনো না কোনো ভাবে AI কে এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। কেননা কোনো একটি ভূমিকা রাখার মাধ্যমেই AI এই ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবে এবং আমাদের জন্য এই পেশার চাহিদা কমাতে সক্ষম হবে।

এখন কিভাবে AI ওয়েব ডেভেলাপমেন্টের ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করবে?

আসলে AI পুরোপুরি ভাবে ওয়েব ডেভেলাপ করতে না পারলেও কিছুটা করতে পারে। ChatGPT এর মতো AI গুলোকে যদি একটি ওয়েবসাইটের বিবরণ দিয়ে সেটি ডেভেলাপ করতে বলা হয় তখন সে সেটির কোড জেনারেট করে দিতে পারে। 

 

হয়তোবা সেই ওয়েবসাইটগুলো পুরোপুরি ডেভেলাপড হয়না। অনেক কিছুরই কমতি থাকে, কিন্তু করে দিতে পারে। হয়তোবা আজকে থেকে ১ বা ২ বছর পর আরও ভাল কোড জেনারেট করে দিতে পারবে এই AI গুলো। 

আবার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু AI অনেক এগিয়ে গেছে। DesignAI, Uizard, Jasper AI Art, Midjourney এবং এমন আরো যেই AI গুলো আছে সেইগুলো অনেক ভাল UI/UX ডিজাইন জেনারেট করতে পারে। যা আসলেই দেখতে অসাধারণ হয়ে থাকে এবং একজন ডিজাইনারের এই কাজটি করতে অনেক সময় লাগলেও AI তা করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর।

 

AI কি ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমিয়ে দিবে?

না, AI ওয়েব ডেভেলাপারদের চাহিদা কমাবে না। বরং বলা যেতে পারে AI ওয়েব ডেভেলাপারদের চাহিদা কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিবে। 

হয়তোবা এই উত্তরে অনেকে একমত হবে না। তবে আশা করি যে, বিস্তারিত বলার পর আপনি বোঝতে পারবেন যে আমি এমনটা কেন বললাম। AI কে আমরা আমাদের বা একজন ওয়েব ডেভেলাপারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। যে কিনা একজন ডেভেলাপারকে তার কর্মক্ষেত্রে সাহায্যে করবে, নাকি তার কর্মক্ষেত্র দখল করবে। 

একজন ওয়েব ডেভেলাপার যখন একটি ওয়েবসাইট ডেভেলাপ করে তখন সে অনেক সমস্যার মুখোমুখি হয় এবং সেই সমস্যা সমাধান করতে গেলে অনেকটা সময় লাগে। তবে AI আসার পর সেই সমস্যা সমাধান করাটা বা বাগ ফিক্স করাটা অনেকটা সহজ হয়েছে। AI কে সমস্যার বিস্তারিত বললে বা কোডটি দিলে সে সেই সমস্যার কারণ এবং সমাধান দিয়ে দেয় এমনকি সঠিক কোডটিও জেনারেট করে দেই। তবে এর মানে এই না যে সে ওয়েব ডেভেলাপারকেই রিপ্লেস করে দেয়। 

AI হচ্ছে গাড়ি যে কিনা যাতায়তের সময়টা আগের তুলনাই অনেকটা কম করে দিয়েছে। কিন্তু, একজন চালক ছাড়া সেই গাড়ি অচল তেমনি ভাবে একজন ওয়েব ডেভেলাপার ছাড়াও AI অচল। একজন ওয়েব ডেভেলাপার থাকলেই AI একটি ওয়েবসাইট ডেভেলাপে সাহায্য করতে পারবে। তাই AI এর কারণে এই ক্ষেত্রের চাহিদা কমে যাবে এটি ভাবা অযৌক্তিক। 

নতুন যারা ওয়েব ডেভেলাপমেন্টের ফিল্ডে যেতে চাচ্ছে তাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটি থাকে যে, তারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখা শুরু করে এবং কয়েক বছর পর যদি AI ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে তাহলে কি তাদের কর্মক্ষেত্র চলে যাবে কিনা? এর উত্তর হচ্ছে যে, একজন মানুষের জন্য ওয়েব ডেভেলাপমেন্টের চাহিদা সবসময় ছিল, আছে এবং থাকবে। 

যারা ওয়েব ডেভেলাপমেন্টের দিকে আসতে চাই তারা কোনো চিন্তা ছাড়াই এই ফিল্ডে আসতে পারে। এখানে দুশ্চিন্তা করার কিছু নেই। হয়তোবা AI অনেক ক্ষমতাবান হতে পারে আসতে আসতে তবে মানুষের চাহিদা সব সময়ই থাকবে কোনো না কোনো ক্ষেত্রে। যদি একটি ক্ষেত্রের চাহিদা কমে যাই তাহলে আরও দশটি ক্ষেত্র তৈরি হবে। সব শেষে মূল বিষয় হচ্ছে, AI আমাদের কর্মক্ষেত্রের পাশে থাকবে তবে তা কেড়ে নিবে না।