কক্সবাজারের ঝুলন্ত রেস্টুরেন্ট ‘ফ্লাই ডাইনিং’

খাদ্য জীবনের একটি অন্যতম অংশ। তাই কম বেশি সবাই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকে। তবে বর্তমানে রেস্টুরেন্টগুলো খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের ডেকরেশনেও সমান গুরুত্ব দেয়। তাই সব রেস্টুরেন্ট চেষ্টা করে নিজেদের আলাদা ভাবে প্রদর্শন করতে। 

আর তেমনি একটি ভিন্ন রকম রেস্টুরেন্টের তৈরি করেছে ‘ইউর ট্রাভেলস লিমিটেড’ এবং তারা সেই রেস্টুরেন্টের নাম দিয়েছে ’ফ্লাই ডাইনিং’। নাম থেকেই বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্ট উড়তে পারবে। আর আসলেই তা পারে, অত্যাধুনিক যন্ত্রের সাহায্য ক্রেনের মাধ্যমে ১৬০ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থাই থাকে এই রেস্টুরেন্ট। আর এই কারণেই একে বলা হয় ঝুলন্ত রেস্টুরেন্ট।

যদি কক্সবাজারে যান কোনো সময় তাহলে এই রেস্টুরেন্ট আপনাকে দিতে পারে এক রোমাঞ্চকর অনুভূতি। সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসের পাশেই এই ‘ফ্লাই ডাইনিং’ অবস্থিত। এই রেস্টুরেন্টে এক সাথে সর্বোচ্চ ২০ জন খেতে পারবে। খাবারের পাশাপাশি মিউজিক এবং ৩৬০ ডিগ্রি অসাধারণ দর্শন পাবেন।

‘ফ্লাই ডাইনিং’ এ যেতে হলে কত টাকা খরচ করতে হবে একজন কে? জানেন কি ? আসলে টাকার পরিমাণে ভিন্নতা রয়েছে। যেমন ২০ মিনিটের জন্য গুণতে হবে ৯৯৯ টাকা এবং ৩০ মিনিটের জন্য ১৪৯৯ টাকা। তবে যদি ১ ঘণ্টার জন্য থাকতে চান তাহলে লাগবে ২৪৯৯ টাকা। 

তো যদি ‘ফ্লাই ডাইনিং‘ এর এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে চলে যান কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। দুপুর ২ টা ২০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট।

‘ফ্লাই ডাইনিং’ এর কার্যক্রম যে শুধু কক্সবাজারেই আছে এমনটা না। কক্সবাজার ছাড়াও বাংলাদেশের ঢাকা, মাওয়া এবং ভারতের গোয়া, ব্যাঙ্গালোর, নয়ডা, আগ্রা সহ আরও অনেক জায়গাই আছে এই ‘ফ্লাই ডাইনিং’ রেস্টুরেন্ট। আর তারা কিন্তু তাদের কার্যক্রম পুরো নিরাপত্তার সাথেই পরিচালনা করে। তাই আপনি নিশ্চিন্তে ১৬০ ফুট উপড়ে খাবার খাওয়ার অভিজ্ঞতা নিতে পারেন। 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ঝুলন্ত রেস্টুরেন্ট ‘ফ্লাই ডাইনিং’

আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

খাদ্য জীবনের একটি অন্যতম অংশ। তাই কম বেশি সবাই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকে। তবে বর্তমানে রেস্টুরেন্টগুলো খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের ডেকরেশনেও সমান গুরুত্ব দেয়। তাই সব রেস্টুরেন্ট চেষ্টা করে নিজেদের আলাদা ভাবে প্রদর্শন করতে। 

আর তেমনি একটি ভিন্ন রকম রেস্টুরেন্টের তৈরি করেছে ‘ইউর ট্রাভেলস লিমিটেড’ এবং তারা সেই রেস্টুরেন্টের নাম দিয়েছে ’ফ্লাই ডাইনিং’। নাম থেকেই বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্ট উড়তে পারবে। আর আসলেই তা পারে, অত্যাধুনিক যন্ত্রের সাহায্য ক্রেনের মাধ্যমে ১৬০ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থাই থাকে এই রেস্টুরেন্ট। আর এই কারণেই একে বলা হয় ঝুলন্ত রেস্টুরেন্ট।

যদি কক্সবাজারে যান কোনো সময় তাহলে এই রেস্টুরেন্ট আপনাকে দিতে পারে এক রোমাঞ্চকর অনুভূতি। সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসের পাশেই এই ‘ফ্লাই ডাইনিং’ অবস্থিত। এই রেস্টুরেন্টে এক সাথে সর্বোচ্চ ২০ জন খেতে পারবে। খাবারের পাশাপাশি মিউজিক এবং ৩৬০ ডিগ্রি অসাধারণ দর্শন পাবেন।

‘ফ্লাই ডাইনিং’ এ যেতে হলে কত টাকা খরচ করতে হবে একজন কে? জানেন কি ? আসলে টাকার পরিমাণে ভিন্নতা রয়েছে। যেমন ২০ মিনিটের জন্য গুণতে হবে ৯৯৯ টাকা এবং ৩০ মিনিটের জন্য ১৪৯৯ টাকা। তবে যদি ১ ঘণ্টার জন্য থাকতে চান তাহলে লাগবে ২৪৯৯ টাকা। 

তো যদি ‘ফ্লাই ডাইনিং‘ এর এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে চলে যান কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। দুপুর ২ টা ২০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট।

‘ফ্লাই ডাইনিং’ এর কার্যক্রম যে শুধু কক্সবাজারেই আছে এমনটা না। কক্সবাজার ছাড়াও বাংলাদেশের ঢাকা, মাওয়া এবং ভারতের গোয়া, ব্যাঙ্গালোর, নয়ডা, আগ্রা সহ আরও অনেক জায়গাই আছে এই ‘ফ্লাই ডাইনিং’ রেস্টুরেন্ট। আর তারা কিন্তু তাদের কার্যক্রম পুরো নিরাপত্তার সাথেই পরিচালনা করে। তাই আপনি নিশ্চিন্তে ১৬০ ফুট উপড়ে খাবার খাওয়ার অভিজ্ঞতা নিতে পারেন।